টিএসএন ডেস্ক,২৭ জুলাই।।
ত্রিপুরার দাবার ইতিহাসে নতুন অধ্যায় রচিত হলো শনিবার। দুদিনব্যাপী প্রথম বর্ষ রেটিং স্কুল দলগত দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে এদিন থেকে। ত্রিপুরার দাবার ইতিহাসে এবারই প্রথম এক আসরে রাজ্যের প্রায় ২৪০ জন দাবাড়ু অংশ নিয়েছে। যা ত্রিপুরা দাবার ইতিহাসে কার্যত রেকর্ড। আগের কমিটির কর্তারা যা করে দেখাতে পারেননি বর্তমান কমিটির কর্তারা দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যেই ওই কাজ করে দেখিয়েদিলেন। এর জন্য প্রশংসার দাবি রাখেন রাজ্য দাবা সংস্থার সভাপতি তথা কর্পোরেটর অভিজিৎ মল্লিক এবং সচিব মিঠু দেবনাথ। ওই দুজনের পরিকল্পনায় এই আসর হলো। এন এস আর সি সি-র দাবা হলঘরে করে আসরের উদ্বোধনী অনুষ্ঠানে পদ্মশ্রী ড: দীপা কর্মকার উদ্যোগের ভুয়শী প্রশংসা করে বলেন, ত্রিপুরায় দাবাড়ু নেই এটা আর বলা সম্ভব না। একটি স্কুল আসরে প্রায় ২৫০ জন দাবাড়ু-র অংশ নেওয়া মানেই এরাজ্যে প্রচুর দাবাড়ু রয়েছে। রাজ্য সংস্থার কর্তাদের উচিত প্রতিভাবান দাবাড়ুদের বের করে আনা। পাশাপাশি দাবাড়ুদের উদ্দেশ্যে স্পষ্টভাবে দীপা বলেন, কোচকে সম্মান জানানো পাশাপাশি সাফল্য পেতে হলে কঠিন অনুশীলন দরকার। তা করতে পারলেই অদূর ভবিষ্যতে ত্রিপুরার দাবাড়ুরা অনেক উপরে উঠতে পারবে। পূর্বোত্তর দাবা উন্নয়ম কমিটির চেয়ারম্যান ভার্জারি স্পষ্টভাবেই বলেন, যে উৎসাহ এ রাজ্য এসে দেখতে পেলাম তাতে বিশ্বাস করি আগামী কয়েক বছরের মধ্যে এই রাজ্য থেকে আরও আর্শিয়া বেরিয়ে আসবে। যারা শুধু ত্রিপুরাকে নয়, পূর্বোত্তোরকে অনেক উপরে তুলে ধরবে। রাজ্য সংস্থার সভাপতি অভিজিৎ মল্লিক বলেন, আমাদের লক্ষ্য ত্রিপুরায় হাজার দাবাড়ু রাজ্যে তৈরী করার। ওই লক্ষ্যেই আমরা কাজ করে চলছি। এর প্রথম পদক্ষেপ হিসেবে এবারের আসর। যতদিন না দাবাড়ু-র সংখ্যা আরও কয়েকগুণ বাড়াতে পারবো ততদিন বসে থাকবো না। এদিন প্রথম দিনে ৫ রাউন্ডের খেলা হয়। ৫ রাউন্ড শেষে প্রত্যাশিতভাবে শীর্ষে রয়েছে হলিক্রস স্কুল ‘ এ ‘ দল। ওই দলে রয়েছে আয়ুষ সাহা, অনুরাগ ভট্টাচার্য, আদ্রুষ কর্মকার এবং কুশল সরকার। সাড়ে ১৬ পয়েন্ট পেয়ে। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দির ‘ বি ‘ দল। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে শ্রীকৃষ্ণ মিশন স্কুল ‘ এ ‘ দল। প্রথম বর্ষ এবারের আসরে অংশ নিয়েছে ৫২ স্কুল রাজ্যের বিভিন্ন জেলা থেকে। রবিবার সকালে আসরের শেষ চার রাউন্ডের খেলা শুরু হয়েছে। অনুষ্ঠিত হয়হবে ষষ্ঠ রাউন্ডের খেলা। উদ্যোক্তাদের ব্যবস্থাপনা নিয়ে খুশি বিভিন্ন জেলা থেকে আগত দাবাড়ু থেকে শুরু করে অভিভাবকরাও। এই খেলা আগামী দিনেও যাতে বজায় রাখতে রাজ্য দাবা সংস্থার কর্তাদের কাছে অনুরোধ করেন অভিভাবকরা। আসর পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটার অনুপম ভট্টাচার্য।
Tripura Chess: স্কুল দাবায় হোলিক্রশ স্কুল ‘এ’ দলের একছত্র আধিপত্য।
