টিএসএন ডেস্ক,১৮ জুন।।
জেতা ম্যাচ হারলো তৃষিকা কামারাপু। সময়ের অভাবে। নতুবা পঞ্চম রাউন্ডের শেষে ভালো জায়গায় থাকতে পারতো। হরিয়ানায় অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব-৯ দাবা প্রতিযোগিতায়। মঙ্গলবার আসরের চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের খেলা হয়। বালক বিভাগে এদিন সকালে শুভায়ন দাস জয় পেলেও বিকেলে হেরে যায়। রাজ্যের অপর দাবাড়ু দেবরাজ ভট্টাচার্য সকালে জয় পাওয়ার পর বিকেলে পয়েন্ট ভাগ করে। বালিকা বিভাগে তৃষিকা কামারাপু সকালে পরাজিত হওয়ার পর বিকেলে জয় পায়। অবন্তিকা চক্রবর্তী এদিন সকাল এবং বিকেলে পয়েন্ট ভাগ করে। ৫ রাউন্ড শেষে শুভায়ন ও তৃষিকার পয়েন্ট ৩ এবং দেবরাজ ও অবন্তিকার পয়েন্ট আড়াই। আজ ষষ্ঠ এবং সপ্তম রাউন্ডের খেলা হবে।