Tripura Chess: খোদেদের দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন দেবরায়,তৃষিকা।

IMG 20250509 194436

টিএসএন ডেস্ক,৯ মে।।

একছত্র আধিপত্য দেখালো মেট্রিক্স চেস একাডেমির দাবাড়ুরা। রাজ্য অনূর্ধ্ব-৭ দাবা প্রতিযোগিতায়। দুদিনব্যাপী ওই আসর শুক্রবার শেষ হয় ব্যানার্জি পাড়াস্থিত রাজ্য দাবা সংস্থার অফিস বাড়িতে। বালিকা বিভাগে অল্পের জন্য খেতাব হাতছাড়া হলেও বালক বিভাগে পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে ম্যাট্রিক্স চেস একাডেমি দাবাড়ু-‌রা। দুদিন ব্যাপী রাজ্য আসর শেষ হয় শুক্রবার। বালকদের ৫ রাউন্ডের আসরে পুরো পাঁচ পয়েন্ট নিয়ে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হয়েছে দেবরাজ ভট্টাচার্য। চার পয়েন্ট নিয়ে ভোকলসে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে যথাক্রমে ম্যাট্রিক্স চেস একাডেমীর শ্রীবান্স প্রতাপ পাল, বিশাল সাহা।

img 20250509 1944207678432877690625242

৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান দখল করে ম্যাট্রিক্স একাডেমির অয়নজিৎ নাগ, নির্বাণ বণিক, রিহান চক্রবর্তী, শ্রেয়াংশ দেব এবং স্নেহাংশু দেব। বালিকা বিভাগে তিন রাউন্ডে পুরো তিন পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তৃষিতা কামারাপু। ২ পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় থেকে চতুর্থ স্থান দখল করে যথাক্রমে মেট্রিক চেস একাডেমির সমৃদ্ধি রায়, তিস্তা ভৌমিক এবং সুহাঁসি কুড়ি। ১ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির ভার্গবী ধর। আসর পরিচালনা করেন নির্মল দাস। রবিবার থেকে রাজ্য সংস্থার উদ্যোগে শুরু হতে চলেছে অনূর্ধ্ব -‌৯ রাজ্য দাবা। এন এস আর সি সি-‌র দাবা হলঘরে হবে দুদিন ব্যাপী আসর।‌

#Tripura #sports #Chess #JM 24


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *