Tripura Chess: প্রথম বর্ষ রাজ্য স্কুল দাবায় চ্যাম্পিয়ন হলিক্রশ।

IMG 20250727 231946

টিএসএন ডেস্ক,২৭ জুলাই।।
            প্রত্যাশিতভাবেই প্রথম বর্ষ রাজ্য স্কুল রেটিং দলগত দাবা প্রতিযোগিতায় শিরোপা দখল করল হোলিক্রস স্কুল। রাজ্যের ৫১ টি স্কুলকে পেছনে ফেলে অনুরাগ ভট্টাচার্য, আয়ুষ সাহা, আদ্রুষ কর্মকার এবং কুশল সরকার-‌রা দাপটের সঙ্গে চোষট্টি ঘরে লড়াই করে নিজের স্কুল হোলিক্রসকে সেরা শিরোপা এনে দেয়। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে প্রথম বর্ষ ওই আসর অনুষ্ঠিত হয় এন এস আর সি সি – র দাবা হল ঘরে। আসরে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে যথাক্রমে শ্রীকৃষ্ণ মিশন স্কুল এবং শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দির। রবিবার আসরে শেষ দিনে শেষ চার রাউন্ডের খেলা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, সচিব সুজিত রায়, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, পূর্বোত্তর দাবার উন্নয়ন কমিটির চেয়ারম্যান কে এম ওয়াজারি, রাজ্য দাবা সংস্থার সভাপতি অভিজিৎ মৌলিক, কার্যকরী সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব মিঠু দেবনাথ, যুগ্ম সচিব কিরীটি দত্ত, কোষাধক্ষ্য ইন্দ্রজিৎ বিশ্বাস , ত্রিপুরা স্পোর্টস সেলের প্রভারই কমল দে এবং রাজ্য টেবিল টেনিস সংস্থার সভাপতি রতন দাস। প্রথম বর্ষ অনুষ্ঠিত আসরে রেকর্ড সংখ্যক রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৫২ টি স্কুল অংশগ্রহণ করে। এত সংখ্যক দাবাড়ুদের উপস্থিতি দেখে খুশি ক্রীড়া পর্ষদের সচিব। স্পষ্টভাবেই বলেন, ত্রিপুরায় এত সংখ্যক দাবাড়ু রয়েছে তা জানা ছিল না। বর্তমান কমিটির কর্তারা দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে ত্রিপুরার দাবাকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে চলছেন এরই সুফল পাওয়া যাচ্ছে। বিশ্বাস করি আগামী দিনে আরও বহু দাবাড়ু বেরিয়ে আসবে রাজ্য থেকে। রাজ্য সংস্থার সচিব মিঠু দেবনাথ বলেন, ত্রিপুরা দাবাকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। সংস্থার সভাপতি যেভাবে আমাদের মনোবল বাড়িয়ে চলছেন তাতে আমাদের বিশ্বাস ত্রিপুরার দাবার জনপ্রিয়তা আরও বাড়বে। সামনে আরও নতুন নতুন পরিকল্পনা নেওয়া হবে ত্রিপুরা দাবার উন্নতির জন্য। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম বোর্ডের প্রথম পাঁচ দাবাড়ুরা হলো আরধ্যা দাস, শাক্য সিনহা মোদক, অন্তরীপ আচারিয়া, শিবজিৎ সাহা, পৃথ্বীরাজ সাহা, দ্বিতীয় বোর্ডে অগ্রজিৎ পাল, কৃশানু চৌধুরী, আরাধ্যা চৌধুরী, আয়ুষ সাহা, অভিনব নাথ, তৃতীয় বোর্ড অঙ্কিতা সরকার, দত্ত মেগনাস, আদ্রুষ কর্মকার, সংগীত দাস, বিপ্রজিৎ পাটোয়ারী, চতুর্থ বোর্ডে কুশল সরকার, পীতাম্বর দেবনাথ, প্রজ্ঞান দাস, রত্নদ্বীপ সূত্রধর, অংশুমান দেবনাথ প্রথম পাঁচটি স্থান দখল করে। পঞ্চম বোর্ডে প্রথম চারটি স্থান দখল করে যথাক্রমে কানিক্স চৌধুরী, মোহাম্মদ আরমান খান, আবির দে এবং প্রদীপ্তা কর। শুধু তাই নয় আসরে অংশ নেওয়া প্রতিটি দাবাড়ুকে মেডেল এবং শংসাপত্র দেওয়া হয়েছে রাজ্য সংস্থার পক্ষ থেকে। এছাড়া বিভিন্ন স্কুলের কোচ এবং ম্যানেজারকে সংবর্ধনা জানানো হয় রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকে। রাজ্য দাবা সংস্থার ব্যবস্থাপনায় খুশি বিভিন্ন জেলা থেকে আগত দাবাড়ু থেকে শুরু করে অভিভাবকরাও। আগামী দিনেও যাতে এই খেলা রাজ্য দাবা সংস্থা বজায় রাখে এর অনুরোধ করেছেন সকলেই। চ্যাম্পিয়ন হওয়ায় হোলিক্রশ স্কুলের দাবাড়ুদের অভিনন্দন জানান কোচ কিরীটী দত্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *