টিএসএন ডেস্ক,২৬ মে।।
প্রাইজমানি রেটিং দাবা প্রতিযোগিতার শীর্ষে শান্তিরবাজারের অগ্রজিৎ পাল। পাঁচ রাউন্ড শেষে পুরো ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অগ্রজিৎ। সোমবার বিকেলে পঞ্চম রাউন্ডে অমন চাকমাকে পরাজিত করে শীর্ষস্থান দখল করে নেন মিঠুন এবং সুলেখা পালের একমাত্র ছেলে অগ্রজিৎ। দ্বিতীয় বোর্ডে শেখোয়াত হোসেন পরাজিত করে প্রসেনজিৎ নমঃশূদ্রকে। আসরে সারে চার পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছেন শেখোয়াত হোসেন, সোমরাজ সাহা এবং শৌভিক রায় চৌধুরী। মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাসকে পরাজিত করে পঞ্চম রাউন্ডে চমক দেয় সোমরাজ সাহা। চার পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন অমন চাকমা, প্রসেনজিৎ নমঃশূদ্র, উমাশঙ্কর দত্ত, রাজবীর আহমেদ, কিংশুক দেবনাথ, অনুরাগ ভট্টাচার্য, আয়ুষ সাহা, দেবজ্যোতি সরকার, কিংকর রায় এবং আদ্রুষ কর্মকার। এন এস আর সি সি-র যোগা হল ঘরে অনুষ্ঠিত ৫১ তম রাজ্য সিনিয়র ফিডে রেটিং দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা হবে মঙ্গলবার সকালে এবং সপ্তম রাউন্ডের খেলা হবে ওই দিন বিকেলে। আসর পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য।
#tripura #chess #tournament #tsn
Tripura Chess: পাঁচ পয়েন্ট নিয়ে প্রাইজমানি রেটিং দাবায় শীর্ষে অগ্রজিৎ।
