Tripura Chess: তিন প্রতিভাবান খুদে দাবাড়ু’র হাতে স্কলারশিপ।

IMG 20250720 WA0125

টিএসএন ডেস্ক,২২ জুলাই।।
             স্কলারশিপ পেলো ৩ খুদে দাবাড়ু। আন্তর্জাতিক দাবা দিবসের দিন। রবিবার। রাজ্য সংস্থা আয়োজিত ব্লিটজ দাবা আসরের শুরুতেই। শেফালী স্মৃতি চেস স্কলারশিপ পেলো তিস্তা ভৌমিক, শ্রীজিৎ দে এবং ঐশানি ভৌমিক। তিন দাবাড়ুকে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। রাজ্যে বর্ষিয়ান দাবাড়ু তথা টি-রেরা সংস্থার নোডাল অফিসার প্রীয়ব্রত ভট্টাচার্য-‌র মা শেফালি ভট্টাচার্য-‌র স্মরণে। ওনার স্মৃতিতেই এই স্কলারশিপ দেওয়া হয়েছে। এর আগে রাজ্যে এমন ঘটনা নেই বলে মনে করছেন রাজ্য সংস্থার কর্তারা। অভিনব ওই উদ্যোগের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন অভিভাবকরা। এছাড়া সর্ব কনিষ্ঠ রেটেড দাবাড়ু হিসাবে বালক বিভাগে দেবরাজ ভট্টাচার্য এবং বালিকা বিভাগে তৃশিকা কামারাপুকে পুরস্কৃত হয়েছে। এছাড়া সিদ্ধান্ত হয় চারটি স্কুলকে দাবা খেলার সরঞ্জাম দেওয়া হবে। শেষে প্রীয়ব্রত বলেন, রাজ্যের খুদে দাবড়ুদের উৎসাহিত করতে প্রতিবছর এই অনুষ্ঠান হবে। আরও নুতনত্য আনা হবে আগামী দিনে। ‌


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *