টিএসএন ডেস্ক,২৩ নভেম্বর।।
সংবর্ধিত হলো সোনার মেয়ে দাবাড়ু আর্শিয়া দাস। রাজ্য ফুটবল সংস্থার পক্ষ থেকে। রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বৈকুণ্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় সদ্য ভারত সেবার সম্মান পাওয়া দাবাড়ু আর্শিয়াকে। আর্শিয়ার হাতে সুদৃশ্য স্মারক তুলে দেন রাজ্য ফুটবল সংস্থার পক্ষ থেকে মহিলা লীগ কমিটির কনভেনার অমিত কুমার দেব। সংবর্ধনা পেয়ে আপ্লুত আর্শিয়া বলে, আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। আগামী দিনে ত্রিপুরার পাশাপাশি দেশকে আরও সাফল্য এনে দেওয়ার চেষ্টা করবো। আর্শিয়ার এখন লক্ষ্য জাতীয় স্কুল আসরে ভালো ফলাফল করা। ২৭ নভেম্বর থেকে আগরতলায় শুরু হবে অনূর্ধ্ব ১৭ বালক এবং বালিকাদের জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতা। ওই আসরে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করবে পূর্ণেন্দু এবং অর্ণিশা দাসের একমাত্র মেয়েটি।
Tripura Chess: দাবাড়ু আর্শিয়া ভাসলো টিএফএ’র সংবর্ধনায়।


Bongda789p! Finally, a site focused on my favorite sport! Gimme the best odds, or I’m outta here. bongda789p