Tripura Chess: র‍্যাপিড রেটিং দাবায় শীর্ষে  বিহারের কিষান কুমার।

IMG 20251211 WA0022

টিএসএন ডেস্ক,১১ ডিসেম্বর।।
        শীর্ষে রয়েছেন বিহারের কিষান কুমার। ৬ রাউন্ড শেষে পুরো ছয় পয়েন্ট পেয়ে। প্রথম বর্ষ শেফালী স্মৃতি আন্তর্জাতিক ফিডে র‍্যাপিড দাবা প্রতিযোগিতায়। দু’দিনব্যাপী আসর শুরু হয় বৃহস্পতিবার এন এস আর সি সি – র ভারোত্তোলন হল ঘরে। আসরে অংশ নিয়েছেন ১৮১ জন দাবাড়ু। প্রথম দিনে হয় ছয় রাউন্ডের খেলা। আসরে পিছিয়ে পড়েছেন রাজ্যের দাবাড়ুরা। আসরে পাঁচ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছেন আসামের ইফতিকার আলম মজুমদার। পাঁচ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ত্রিপুরার সুশান্ত চাকমা, চয়ন পালিত, দেবজিৎ সাহা, নাইয়ায়িকা বিশ্বাস, কিংশুক দেবনাথ, নিখিল কুমার, উমাশংকর দত্ত, মনোদ্বীপ ধর, সৈয়দ জাহান হোসেন, বাপু দেববর্মা এবং প্রসেনজিৎ নমঃশূদ্র প্রমূখ। শুক্রবার সকালে সপ্তম, অষ্টম এবং দুপুরের নবম তথা শেষ রাউন্ডের খেলা হবে। দুপুর আড়াইটায় হবে আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। খেলা পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। দাবাপ্রেমী প্রিয়ব্রত ভট্টাচার্য ওনার মার স্মৃতিতে ওই আসল করছেন বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *