টিএসএন ডেস্ক, ২৪ মে।।
রাজ্য সিনিয়র রেটিং দাবা প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন হবে শনিবারে। এন এস আর সি সির যোগা হলে বিকেল সাড়ে তিনটায় শুরু হবে আসরের প্রথম রাউন্ডের খেলা। এর আগে দুপুর আড়াইটায় শুরু হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, সংসদ রাজীব ভট্টাচার্য, দাবা ফেডারেশনের সভাপতি নীতিন নারং, সচিব দেব পাটেল, ক্রিড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, রাজ্য দাবা সংস্থার সভাপতি অভিজিৎ মল্লিক এবং সচিব মিঠু দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে এবার নবগঠিত কমিটি অভিনব উদ্যোগ নিয়েছেন। উদ্বোধনী দিনে সংবর্ধনা জানানো হবে বিশিষ্ট দাবাড়ু তথা সংগঠক অপরাজিত ব্যানার্জি, মোহিত লাল আচার্জী, অঞ্জু সরকার, শিখা দাশগুপ্ত, রতন কুমার দে, সলিল দেববর্মা, রাজেশ কৃষ্ণ দেববর্মা, প্রদীপ কুমার চৌধুরী, অমৃতলাল ভট্টাচার্য, মোহাম্মদ মঈন উদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম, সুদর্শন সাহা, বীরেন্দ্র চক্রবর্তী, উত্তম কুমার দত্ত এবং হরিসাধন বণিক কে। মরণোত্তর সংবর্ধনা দেওয়া হবে প্রয়াত মানস দেববর্মা, প্রবোধ রঞ্জন দত্ত, তপন জমাতিয়া এবং উমাপদ ভট্টাচার্যকে। রাজ্য দাবা সংস্থার সচিব মিঠু দেবনাথ অনুরোধ করেন, যাদের সংবর্ধনা দেওয়া হবে তারা অবশ্যই আড়াইটার আগে রিপোর্ট করার জন্য। পাশাপাশি যাদের মরণোত্তর সন্মান প্রদান করা হবে তাদের পরিবারের সদস্যদের যাতে যথাসময়ে উপস্থিত থাকে। এদিকে ইতিমধ্যে প্রায় ৯০ জন দাবাড়ু আসরে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে। আরও কয়েকজন দাবাড়ু আসরে অংশ নেবে বিশ্বাস রাজ্য দাবা সংস্থার কর্তাদের। নবগঠিত রাজ্য দাবার সংস্থার কর্তাদের একমাত্র লক্ষ্য এবারের আসরকে স্মরণীয় করে রাখার। সেই লক্ষ্যেই কাজ করে চলছে। শুক্রবার সন্ধ্যায় আসরকে নিয়ে এক প্রস্থ আলোচনা সেরে নেওয়া হয়। সাজিয়ে তোলা হয় যোগা হল ঘরকে। প্রসঙ্গত: ২৮ মে পর্যন্ত চলবে রাজ্য দাবার আসর। ওই আসর থেকে জাতীয় আসরের জন্য বাছাই করা হবে দাবাড়ুদের। এবারের আসরের প্রাইজমানি থাকছে ৭৫ হাজার টাকা। এছাড়াও থাকছে বিভিন্ন বয়স ভিত্তিক বিভাগে আকর্ষনীয় পুরস্কার।
#tripura#agt #chess #tsn