টিএসএন ডেস্ক,১১ জুলাই।।
পরিবর্তন হলো সূচিতে। দু’দিনব্যাপী রাজ্য স্কুল রেটিং দলগত দাবা প্রতিযোগিতা শুরু ২৬ জুলাই। অনুর্ধ ১৪ এবং ১৭ দু বিভাগে আসর হওয়ার কথা ছিল। এখন তা কিছুটা পরিবর্তন করা হয়েছে। রাজ্য দাবা সংস্থার কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন প্রথমবর্ষ ওই আসর হবে শুধুমাত্র অনূর্ধ্ব ১৭ বিভাগে। রাজ্য দাবা সংস্থা সূত্রে এ খবর জানা গেছে। রাজ্য দাবা সংস্থার সচিব মিঠু দেবনাথ জানান, অনূর্ধ্ব ১৭ বিভাগের তেমনভাবে কোনও স্কুল সাড়া দিচ্ছিল না। তাই বাধ্য হয়েই আমরা ওই আসর শুধুমাত্র অনূর্ধ্ব ১৭ করার সিদ্ধান্ত নিয়েছি। ফলে অনুর্ধ ১৪ বছরের দাবাড়ুরা অনূর্ধ্ব ১৭ আসরে খেলতে পারবে। ফলে বঞ্চিত হবে না অনূর্ধ্ব ১৭ বিভাগের দাবাড়ুরাও। রাজ্য দাবা সংস্থার ওই সিদ্ধান্তে খুশি বিভিন্ন স্কুলের দাবাড়ুরাও। ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুল থেকে দাবাড়ুদের নাম আসছে শুরু করে দিয়েছে। এদিকে প্রথম বর্ষই আসরকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় উদ্যোগ নিচ্ছে রাজ্য দাবা সংস্থার কর্তারা। সকলের লক্ষই একটা, আসরকে স্মরণীয় করে তোলা।
Tripura Chess: ২৬ জুলাই থেকে শুরু রাজ্য স্কুল রেটিং দলগত দাবা।
