টিএসএন,১৫ জুলাই।।
প্রাইজমানি র্যাপিড দাবা প্রতিযোগিতা ১০ অগাস্ট। মর্ডান ক্লাব এবং আমরা তরুণ সংঘের উদ্যোগে। মোট ৬ রাউন্ডের হবে আসর। আসরের সেরা দাবাড়ু প্রাইজমানি বাবদ পাবেন আড়াই হাজার টাকা। আসরের প্রথম পাঁচ স্থানাধিকারি দাবাড়ুকে প্রাইজমানি দেওয়া হবে। পরের ১০ স্থনাধিকারী দাবাড়ু পাবেন ট্রফি। এছাড়া থাকবে অনুর্ধ ৭,৯,১১,১৩,১৫ বছরের পাশাপাশি ভেটারেন্স দাবাড়ুদের পুরস্কার । অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের সাড়ে চারশ টাকা এন্ট্রি ফি দিয়ে উদ্যোক্তা কমিটির নাম নথিভুক্ত করতে বলেছেন সঙ্গীতা সাহা।
Tripura Chess: ১০- ই প্রাইজমানি র্যাপিড দাবা ।
