Tripura Badminton: সম্পন্ন হলো পান্থুই ব্যাডমিন্টন আসর।

IMG 20251204 WA0165

টিএসএন ডেস্ক, ৪ ডিসেম্বর।।
         উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো পান্থুই কোচিং সেন্টার আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতা। স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন ওই সেন্টারে উদ্যোগে ডাবল লিগ পদ্ধতিতে হয় আসর। মোট চারটি বিভাগের মধ্যে দুটি বিভাগ হয় ভেটারেন্স। ভেটারেন্সের ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে গিরীন্দ্র দেববর্মা এবং অমৃত দেববর্মা জুটি। রানার্স হয়েছে নেপাল দেববর্মা এবং মনোজিৎ দেববর্মা জুটি। জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রিতম দেববর্মা এবং জয়ন্ত দেববর্মা জুটি। রানার্স হয়েছে অমৃত দেববর্মা এবং অমর দেববর্মা জুটি। প্রতিযোগিতার শেষে এক আরম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোক্তা সংস্থার উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেববর্মা, সজল দেববর্মা, উদয়চাঁদ দেববর্মা ও জয়দীপ ঘোষ প্রসঙ্গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে আন্তরজ্য নক আউট ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ওই আসরকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে একটি পরিচালন কমিটি গঠন করা হয়েছে। এছাড়া এ মাসের শেষ সপ্তাহে সংস্থার উদ্যোগে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ, এবং এইডস সচেতনতা শিবির করা হবে বলে সংস্থার সভাপতি অমৃত দেববর্মা জানিয়েছেন।।


One thought on “Tripura Badminton: সম্পন্ন হলো পান্থুই ব্যাডমিন্টন আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *