Tripura Athletics: মোহনপুরে ক্রস কান্ট্রিতে সেরা  আকাশ- প্রিয়া ।

Screenshot 2025 08 15 12 03 52 61 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

টিএসএন ডেস্ক, ১৪ আগস্ট।।
       দেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার মোহনপুর মহকুমা প্রশাসন ও মোহনপুর যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল  ছেলে ও মেয়েদের মধ্যে ক্রস কান্ট্রি রানিং কম্পিটিশান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মোহনপুর মহকুমা প্রশাসক সুভাষ দত্ত ও মোহনপুর যুব বিষয়ক ক্রীড়া কার্যালয়ের ইয়ুথ প্রোগ্রাম অফিসার শ্রীমতি জ্যোতি দাস ও অন্যান্য অতিথি বৃন্দ। এই  প্রতিযোগিতায় উভয় বিভাগে প্রথম স্থান অধিকারীদের বাই- সাইকেল ও অন্যান্য প্রথম দশজনকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। ছেলেদের বিভাগের দৌড় শুরু হয় ইকফাই ইউনিভার্সিটি থেকে এবং মেয়েদের দৌড় শুরু হয় মোহনপুর এসডিএম  অফিসের সামনে থেকে। উভয় বিভাগের গন্তব্য ছিল মোহনপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাঙ্গন পর্যন্ত। উল্লেখ্য, ছেলেদের বিভাগে প্রতিযোগিতায় আকাশ বর্মন চ্যাম্পিয়ন ও অর্জুন শর্মা রানার্স পুরস্কার পেয়েছে। তৃতীয় স্থান পেয়েছে উদয় রাজভর। এছাড়া, চতুর্থ থেকে দশম পর্যন্ত এথলেটরা হলো প্রণজিৎ দেবনাথ, শুভজিৎ ঘোষ, সঞ্জিত দেবনাথ, প্রীতম দেব, চন্দন সরকার, সায়নদীপ দেব ও গৌরব দাস। মহিলা বিভাগে প্রিয়া ঘোষ চ্যাম্পিয়ন এবং রাশি দাস রানার্স পুরস্কার পেয়েছে। তৃতীয় স্থান পেয়েছে অলকা দাস। এছাড়া চতুর্থ থেকে দশম পর্যন্ত এথলেটরা হলো সৃষ্টি দাস, জয়শ্রী দেবনাথ, টিনা নমঃশূদ্র, সুদীপা দাস, সুপ্রিয়া নমঃ, দীপা দাস। প্রতিযোগিতা পরিচালনায় ক্রীড়া সংগঠক অমিয় দাস ক্রস কান্ট্রি সাফল্যমন্ডিত ভাবে শেষ হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *