টিএসএন ডেস্ক,২৮ এপ্রিল।।
এবার ঊনকোটি জেলার ফটিকরায়ে। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঊনকোটি জেলায় ফটিকরায় দ্বাদশ শ্রেণী স্কুল গ্রাউন্ডে অস্মিতা সিটি লীগ আয়োজনে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে ঊনকোটি জেলায় ফটিকরায় স্কুল গ্রাউন্ডে খেলো ইন্ডিয়া সেন্টার আয়োজিত অস্মিতা সিটি লীগ প্রতিযোগিতায় বয়স ও ওজন ভিত্তিক তিনটি গ্রুপের ১৮টি বিভাগে অর্ধশতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৪ বয়স ভিত্তিক ১০০ মিটার দৌড়ে তানভী বড়ুয়া, প্লিহা দাস, কল্পিতা চাকমা; অনূর্ধ্ব ১৭ শট পুটে অনিন্দিতা চৌধুরী, সাবানা বেগম, রিমি সিনহা; অনূর্ধ্ব ১৭ ডিসকাস থ্রো-তে শাবানা বেগম, রিমি সিনহা, রোহিতা রিয়াং; ৪০০ মিটার দৌড়ে রোহিতা রিয়াং, মোনালিসা সিনহা, তানিষ্ক রিয়াং; অনূর্ধ্ব ১৯ বিভাগে শট পুটে নিশা মালাকার, রাখি পাল, অর্নিশা দাস; ডিসকাস থ্রো-তে অর্পিতা সরকার, রূপালী মালাকার, তৃষ্ণা দাস; ১০০ মিটার দৌড়ে অর্পিতা সরকার, অনুশ্রী মালাকার, পঞ্চমী দেবনাথ; অনূর্ধ্ব ১৪ বছর বিভাগে ৪০০ মিটার দৌড়ে স্নোকার চাকমা, তানভীর বড়ুয়া, তানিয়া দেবনাথ; অনূর্ধ্ব ১৪ ১০০ মিটার দৌড়ে স্নৌকি চাকমা, শ্রাবণী দে, বিদ্যাশ্রী দাস; অনূর্ধ্ব ১৭ বছর বিভাগে ১০০ মিটার দৌড়ে অনিন্দিতা চৌধুরী, শর্মিলা চাকমা, হালিমা বেগম, অনূর্ধ্ব ১৪ ২০০ মিটার দৌড়ে শ্রাবণী দে, উত্তরা দাস, বিদ্যাশ্রী দাস; অনূর্ধ্ব ১৭ বছর বিভাগে ২০০ মিটার দৌড়ে অনিন্দিতা চৌধুরী, শর্মিলা চাকমা, হালিমা বেগম যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে। প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে সোমবার বেলা ১১টায় এক বিশেষ অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঊনকোটি জেলার সহ- সভাধিপতি সন্তোষ ধর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা অমিত কুমার যাদব, খেলো ইন্ডিয়া সাই সেন্টার অফ এক্সিলেন্সের হাই পারফরম্যান্স ডিরেক্টর ড. সূর্যকান্ত পাল, সমাজসেবী অনিমেষ সিনহা, পবিত্র কুমার দেবনাথ, কার্তিক দাস, জেলা স্পোর্টস সেল কনভেনার সুমিত দেব প্রমূখ উপস্থিত ছিলেন। প্রতিভাময়ী খেলোয়াড়দের উঠে আসার প্রসঙ্গে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের যথেষ্ট প্রয়োজন রয়েছে বলে অতিথিদের প্রত্যেকেই উদ্যোক্তাদের ভুয়ষী প্রশংসা করেন। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ঊনকোটি জেলার ফটিকরায় পিসিএ অ্যাথলেটিক্স কোচ ঝুলন রানী দাস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
Tripura #Athletics #Fatikroy #asmita #city #league#TSN
Tripura Athletics: ফটিকরায়ে অস্মিতা সিটি লীগে ব্যাপক সাড়া।
