World Cup Football: ব্যর্থ ভারত,এশিয়ার আরো দুই দেশ প্রথম বার  বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে।

IMG 20250606 232430

টিএসএন, ৬ জুন।।

                       এশিয়া মহাদেশ থেকে বিশ্বকাপ ফুটবল খেলার যোগ্যতা অর্জন করেছে চার দেশ তাদের মধ্যে রয়েছে উজবেকিস্তান ও জর্ডন। সঙ্গে যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান।

উজবেকিস্তান ও জর্ডন উভয় দেশ প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রসঙ্গত গত বছর সাতেক আগে এই দুইটি দেশ ফিফার বিশ্ব র‍্যাংকিংয়ে ভারতের পেছনে ছিল। কিন্তু আজ তারাই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। আর ভারত ক্রমশ ফিফার বিশ্ব র‍্যাঙ্কিংয়ে জায়গা পাচ্ছে তালিকার পেছনে।

     এখন পর্যন্ত গোটা বিশ্বে ১০ টি দেশ ফুটবল বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। খেলবে মোট ৪৮টি দেশ।এশিয়ার চার দেশ ছাড়াও আয়োজক কানাডা, মেক্সিকো,আমেরিকা, আর্জেন্টিনা, নিউজ়িল্যান্ড এবং ইরান ইতিমধ্যে বিশ্বকাপ খেলার  যোগ্যতা অর্জন করেছে।

#World #Cup #Football #FIFA #TSN


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *