টিএসএন ডেস্ক, ৪মে।।
অপরাজিত চ্যাম্পিয়ন হলেন শাক্য সিনহা মোদক। ৯ রাউন্ডে ৮ পয়েন্ট পেয়ে। প্রথমবর্ষ লাংমা নি হাদুক প্রাইজমানি ফিডে রেপিট রেটিং দাবা প্রতিযোগিতায়। দু’দিনব্যাপী আসর শেষ হয় রবিবার বিকেলে। মহকুমা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় আসর। ৯ রাউন্ডের আসরে ৮ পয়েন্ট পেয়ে অপরাজিত ভাবে চ্যাম্পিয়ন হয়েছে শাক্য। সাড়ে সাত পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেন যথাক্রমে অগ্রজিৎ পাল এবং অনুপম নাথ। ৭ পয়েন্টে চতুর্থ থেকে সপ্তম স্থান দখল করেন যথাক্রমে কিংশুক দেবনাথ, উমাশঙ্কর দত্ত, মেহেদীপ গোপ এবং রমেশ কলই। আসরে ১৪০০-১৬০০ রেটিং বিভাগে অর্ণব বর্মা, বিধাতা সাগর দেববর্মা, ১৬০০-১৮০০ রেটিং বিভাগে দেবাংকুর ব্যানার্জি। দীপক চৌহান, আন রেটেড বিভাগে আয়ুষ্মান ভৌমিক, আদ্দা দেব, মহিলা বিভাগে আরাধ্যা দাস, অবন্তিকা দেব প্রথম দুটি স্থান দখল করেন। অনূর্ধ্ব ১৭ বিভাগে বৈশালী দেবনাথ , নির্বাণ মজুমদার, অংশুমান সূত্রধর। সুদীপ্ত রায়, অনুর্ধ্ব- ১৫ বিভাগে রোহিতস্ব দাস, জ্যোতিরদিত্য রায়, প্রজ্ঞান দাস, দেবতীর্থ দাস, রাধিকা মজুমদার, অনুর্ধ্ব-১৩ বিভাগে অন্তরীপ আচারিয়া, নৈরিথ দেবনাথ, ধিময় চক্রবর্তী ,ঋষভ দেবনাথ, শতদ্রু দাস, অনুর্ধ্ব-১০ বিভাগে পীতাম্বর দেবনাথ, অর্পণ দে, দেহান ভৌমিক, জগদীশ, কণিষ্ক চৌধুরী, অনূর্ধ্ব ৭ বিভাগে তৃষিকা কামারাপু, অয়নজিৎ নাগ, রেশব দেবনাথ এবং সিনহানা কুমারী যথাক্রমে প্রথম চারটি স্থান দখল করেন। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্য দাবা সংস্থার সভাপতি অভিজিৎ মৌলিক, সচিব মিঠু দেবনাথ এবং কার্যকরি সভাপতি প্রশান্ত কুন্ডু প্রমুখ। আসর পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। উদ্যোক্তাদের ব্যবস্থাপনা নিয়ে বেজায় খুশি আসরে অংশ নেওয়া বিভিন্ন মহকুমা দাবাড়ুরা। আগামী দিনেও যাতে ওই খেলা বজায় রাখে তার বিশেষ অনুরোধ করেন উদ্যোক্তা রাজু মজুমদারের কাছে।
#Tripura #Chess #competition#TSN