Tripura Chess: রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন অরাধ্যা।

IMG 20250416 WA0008

টিএসএন ডেস্ক,১৭ এপ্রিল।।
          অপরাজিত চ্যাম্পিয়ন হলো মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু আরাধ্যা দাস। ৯ রাউন্ডে ৮ পয়েন্ট অর্জন করে। প্রবোধ রঞ্জন দত্ত স্মৃতি রাজ্য অ্যামেচার ফিডে রেটিং দাবা প্রতিযোগিতায়। তিন দিনব্যাপী আসর শেষ হয় সোমবার রাতে। আসরে সাড়ে সাত পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে সাক্ষ্য সিনহা মোদক। ৭ পয়েন্টে ভোকলসে তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেন যথাক্রমে কিংশুক দেবনাথ এবং অগ্রজীৎ পাল। সাড়ে ছয় পয়েন্টে পঞ্চম স্থান দখল করে মেহেদীপ গোপ। আসরে অনুর্ধ ১৪ বিভাগে দেবতীর্থ দাস, দত্ত মেগনাস, শিবম প্রতাপ পাল, বালিকা বিভাগে মৌলি ভট্টাচার্য, ঐশানি দেব, শুভ্রস্মিতা দাস, অনূর্ধ্ব ১২ বালক বিভাগে রুদ্রনীল দেবনাথ, অর্ণব বর্মা, অভ্রনীল দে, বালিকা বিভাগে অঙ্কিতা সরকার, অরুন্ধতী দাস, অনূর্ধ্ব ১০ বালক বিভাগের সুভায়ন দাস, পীতাম্বর দেবনাথ, রোহিল সাহা, বালিকা বিভাগে অদ্রিজা সাহা, নাভ্যিয়া দে, আদ্দা দাও, অনূর্ধ্ব ৮ বালক বিভাগের দেবরাজ ভট্টাচার্য, দীপ্তনীল দেব, শ্রীবানস প্রতাপ পাল, বালিকা বিভাগে অবন্তিকা চক্রবর্তী, এস দিলসাদ, শ্রমনা ভট্টাচার্য, অনূর্ধ্ব ৬ বালক বিভাগে অয়নজিৎ নাগ, অধীশ্রী কর্মকার, বালিকা বিভাগে তিস্তা ভৌমিক এবং সিংহায়ানা কুমারী যথাক্রমে প্রথম তিনটি করে স্থান দখল করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য দাবা সংস্থার সভাপতি অভিজিৎ মৌলিক সহ সংস্থার কর্তারা। অত্যন্ত দক্ষতার সঙ্গে আসর পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য।‌
#tripura #chess #aradhya #das #tsn


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *