টিএসএন ডেস্ক,১৩ অক্টোবর।
সার্ভিসেস ম্যাচের প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা। সোমবার বিকেলে এয়ার ফোর্স কমপ্লেক্স মাঠে প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন মণিশঙ্কর মুড়া সিং-রা। মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরে নেবেন রজত দে – রা। রবিবার সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেন তিন পেশাদার ক্রিকেটার বিজয় শংকর, হানুমা বিহারী এবং স্বপ্নীল সিং। তিন পেশাদার ক্রিকেটার এদিন যোগ দেন অনুশীলনে। এদিন শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। প্রসঙ্গত:১৫-১৮ অক্টোবর এয়ার ফোর্স মাঠে সার্ভিসেসের মুখোমুখি হবে ত্রিপুরা। মরশুমে দুটি ম্যাচে ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন মনীশংকর মুরাসিং। ডেপুটি হিসাবে থাকবেন শ্রীদাম পাল। এদিন অনুশীলন শেষে ত্রিপুরা দলের ম্যানেজার সুরজ দেবনাথ দিল্লি থেকে টেলিফোনে বলেন, ছেলেরা মুখিয়ে রয়েছে মাঠে নামার জন্য। মরশুমে ভালো খেলতে বদ্ধপরিকর ছেলেরা। আশা করি হতাশ করবে না। এদিন অনুশীলনে দলের প্রতিটি ক্রিকেটারকে যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে। আজ সকালে শেষ প্রস্তুতি সেরে নেবেন বিক্রম কুমার দাস-রা। দুটি ম্যাচের জন্য নির্বাচিত ক্রিকেটাররা হলেন বিক্রম কুমার দাস, শ্রী দাম পাল (সহ অধিনায়ক), ঋতুরাজ ঘোসরায়, হনুমা বিহারী, রজত দে, মনি শংকর মুড়া সিং (অধিনায়ক), বিজয় শংকর, শংকর পাল, বিক্রম দেবনাথ, স্বপ্নীল সিং, শুভম ঘোষ, বাবুল দে, নিরুপম সেন, ভিকি সাহা, পারভেজ সুলতান, অজয় সরকার, রানা দত্ত, অভিজিৎ সরকার এবং অর্জুন দেবনাথ। হেড কোচ: পিভি শশীকান্ত, সহকারি কোচ দেবব্রত চৌধুরী, অনিরুদ্ধ সাহা, ফিজিও রবীন্দ্র কুমার, এস এন্ড সি যুবরাজ সালভি, সাইড আর্ম থ্রোয়ার জয়ন্ত দেবনাথ, মাসেউর নিলয় জ্যোতি সাহা, ভিডিও এনালাইসিস পার্থ বনিক, ম্যানেজার সুরজ দেবনাথ এবং লজিস্টিক ম্যানেজার শরদিন্দু শর্মা।
Tripura Cricket: রঞ্জি ট্রফি: সার্ভিসেস ম্যাচকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু রাজ্য দলের।


Calling all Can Tho lottery players! xsctminhngoc is your best bet for checking those numbers. Fingers crossed for a win!