টিএসএন ডেস্ক,৩০ এপ্রিল।।
ঘোষিত হলো ২৩ সদস্যের ত্রিপুরা দল। ১২ মে থেকে ছত্রিশগড়ে শুরু হবে অনূর্ধ্ব -২০ স্বামী বিবেকানন্দ ফুটবল প্রতিযোগিতা। তাতে অংশ নেবে ত্রিপুরা। ওই আসরে অংশগ্রহণের লক্ষ্যে ২৩ সদস্যের ত্রিপুরা দল ঘোষণা করেন রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী। উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে ত্রিপুরা দলের প্রস্তুতি শিবির। প্রথম ধাপে শিবিরে অংশ নিয়েছিলেন ৩৫ জন ফুটবলার। তাদের থেকে বাছাই করে ২৩ জনকে আনা হয়েছে। ত্রিপুরা দলের কোচ নির্বাচিত হয়েছেন রাজু লামা। ত্রিপুরাকে আসরের ‘ডি’ গ্রুপে রাখা হয়েছে। ওই গ্রুপে ত্রিপুরা সহ রয়েছে মিজোরাম, ঝাড়খন্ড, মহারাষ্ট্র এবং হিমাচল প্রদেশ। ১২ মে ঝাড়খন্ড, ১৪ মে হিমাচল প্রদেশ, ১৮ মে মিজোরাম এবং ২০ মে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে ত্রিপুরা মহারাষ্ট্রের বিরুদ্ধে। ঘোষিত ত্রিপুরা দলে তেমন নামিদামী কোনও ফুটবলার নেই বললেই চলে। ফলে জাতীয় আসরে ত্রিপুরার পারফরমেন্স কেমন হবে তা নিয়ে রয়েছে সন্দেহ। কোচ রাজু লামা বিশ্বাস করেন, লড়াকু দল দেওয়া হয়েছে আমার হাতে। আশাকরি ছেলেরা হতাশ করবে না। সম্মানজনক ফলাফল করেই রাজ্যে ফিরবে। অনুশীলনে মূলত ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপরে জোর দিচ্ছেন কোচ। ঘোষিত ত্রিপুরা দল: গৌরব দেব, সৌরভ ত্রিপুরা, মনি কলই, বিরু দেববর্মা, রুপম সাঁওতাল, রাজীব সিনহা, বিটু জমাতিয়া, মনি ত্রিপুরা, খাসরাং জমাতিয়া, বিপ্লব দেববর্মা, বিশাল দেববর্মা, বিলাস দেববর্মা, দীনেশ জমাতিয়া, নেলসন ত্রিপুরা, নবকিশোর সিনহা, সুমিত ত্রিপুরা, সুখদয়াল জমাতিয়া, সৌম্য কান্তি দাস, অধীন জমাতিয়া, বিনোদ কুমার রিয়াং, আসলান কুমার রিয়াং, রঞ্জিত ত্রিপুরা এবং লালরিং লিয়ানা ডার্লং। কোচ রাজু লামা, ম্যানেজার সুশান্ত দেববর্মা এবং ফিজিও সায়ন দেব।
#Tripura #Football #Chatrishgar #TSN