টিএসএন ডেস্ক,১৮ মে।।
আসন্ন রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। সিনিয়র ক্রিকেটে মহকুমার নেতৃত্ব দেবেন শুভঙ্কর দেবনাথ। শুভঙ্করের ডেপুটি করা হয়েছে শুভম ঘোষকে।দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে মীর দেবনাথ, দুর্লভ রায়, পৃথ্বীরাজ গোপ, মিন্টু দেবনাথ, ধীমানজিত দাস, রণক দাস, হৃদয় জিৎ সাহা, উৎপল রুদ্রপাল, ওমকার মল্লিক, প্রীতম দেবনাথ, অসিত দাস, অর্জুন দাস এবং অঙ্কুর দেবনাথ। রবিবার সাংবাদিক বৈঠক করে তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা দলের ঘোষণা দিয়েছেন। এই আসরে তেলিয়ামুড়া মহকুমা ক্রিকেটের কোচের দায়িত্ব পালন করবেন পার্থ ভট্টাচার্জি, ট্রেইনার রিংকু চৌধুরী, ম্যানেজার সৌমেন গোস্বামী। শেষ বছর তেলিয়ামুড়া মহকুমা ক্রিকেটে শিরোপা দখল করেছিল।তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের সচিব নন্দন রায় এই তথ্য নিশ্চিত করেছেন।