Tripura Football: বৈকুণ্ঠ নাথ স্মৃতি ফুটবলে স্পোর্টস স্কুলের সামনে -ত্রিপুরা পুলিশ।
টিএসএন ডেস্ক,২২ নভেম্বর।। মহিলা ফুটবলের মহারণ রবিবার। বৈকুণ্ঠ নাথ স্মৃতি মহিলা ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং ত্রিপুরা পুলিশ। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। ওই ম্যাচে লড়াই হবে মূলত তারুণ্যের গতি বনাম অভিজ্ঞতার মধ্যে। এক ঝাঁক নবাগত ফুটবলারদের নিয়ে এ বছর দল গড়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল।…

