
Tripura Cricket: লিটল মাস্টার বালিকা ক্রিকেট: ফাইনালে এসে তরী ডুবলো ত্রিপুরার। পরাজয় অসমের কাছে।
টিএসএন ডেস্ক, ২০মে।। এই যেন পুনরাবৃত্তি। বালকদের পর বালিকারাও। পূর্বোত্তর লিটল মাস্টার অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ত্রিপুরাকে। মঙ্গলবার বালিকাদের ফাইনাল ম্যাচে অসমের কাছে পরাজিত হয় ত্রিপুরা। ৯ উইকেটে। প্রথমবর্ষ পূর্বোত্তর লিটল মাস্টার অনূর্ধ্ব ১৫ বালিকাদের ক্রিকেটে। গুয়াহাটির ফুলুং এর এ সি এ ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে কার্যত আগাগোড়া প্রাধান্য নিয়ে…