Tripura Cricket: ফলোঅনে নেমেও ইনিংস পরাজয়ের সামনে রাজ্যের ছোটরা। প্রতিপক্ষ উত্তর প্রদেশ।
টিএসএন ডেস্ক ,৯ ডিসেম্বর।। ইনিংস পরাজয় এড়াতে লড়ছে ত্রিপুরা। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় খাদের কিনারায় রাজ্য দল। বুধবার শেষ দিনে ত্রিপুরার ব্যাটসম্যানরা কতটা জ্বলে উঠতে পারবে তার উপরই আসরের প্রথম ম্যাচে ত্রিপুরার সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে। শিমোগতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। শক্তিশালী উত্তর প্রদেশের গড়া ৩৩১ রানের জবাবে ত্রিপুরার প্রথম ইনিংস…

