
Teliamura Cricket: শুভমের হাতধরে মহকুমার সেরা নেতাজি স্মৃতি সঙ্ঘ।
স্পোর্টস ডেস্ক,তেলিয়ামুড়া,১৮ জুন।। মহকুমার সেরা নেতাজি স্মৃতি সংঘ। ত্রিপুরার রঞ্জি দলের অন্যতম অলরাউন্ডার শুভম ঘোষের হাত ধরে। শুভমের অলরাউন্ড পারফরম্যান্সে ৯৭ রানে পরাজিত করে সপ্ত সিন্ধু দশ দিগন্ত-কে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। মঙ্গলবার নেতাজি নগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় খেতাব নির্ণায়ক ম্যাচটি। মুষলধারে বৃষ্টির ফলে মাঠের আউটফিল্ড ভিজে থাকায় এ দিন…