Tripura Football: আজ রাখাল শিল্ডের প্রথম কোয়ার্টার ফাইনালে দুই শক্তিশালী দল লালবাহাদুর ও নাইন বুলেটসের মহারণ।
টিএসএন ডেস্ক,১৫ জুলাই।। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ আজ। মুখোমুখি হবে নাইন বুলেটস ক্লাব এবং লাল বাহাদুর ব্যায়ামাগার। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘নীলজ্যোতি’ রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আজ ফেভারেট হিসেবেই মাঠে নামবে লাল হলুদ দল লালবাহাদুর ব্যায়ামাগার। প্রথম ম্যাচে দুরন্ত খেলে বীরেন্দ্র ক্লাবকে…

