
Tripura judo: আগামী ২৭ জুন রাজ্য জুডোর আসর।
টিএসএন ডেস্ক, ৮জুন।। চারদিনব্যাপী রাজ্য জুডো প্রতিযোগিতা শুরু হবে ২৭ জুন। এবছর আগরতলায় হবে রাজ্য আসর। সাব জুনিয়র, জুনিয়র, ক্যাডেট এবং সিনিয়র পুরুষ এবং মহিলাদের হবে আসর। পাশাপাশি এ বারই প্রথম হবে ভেটারেন্স জুডো-র আসর। রবিবার রাজ্য জুডো সংস্থার কর্তাদের কার্যকরী কমিটির সভায় ও সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন পূর্বোত্তর ক্রীড়া উৎসব জুডো-তে যাতে ভালো ফলাফল…