
TSMC: অভূতপূর্ব ঘটনার সাক্ষী রইলো গোটা দেশ। এক বছরে এক কোটি গাছ লাগানোর উদ্যোগ ত্রিপুরা শান্তি নিকেতন মেডিক্যাল কলেজের।
নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বরঃ ভারতের কনস্টিটিউশন ক্লাব, আজ এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী রইলো। সাক্ষী রইল দেশ। পজিটিভ বার্তার উদ্যোগে, তাদের ন্যাশনাল অ্যাওয়ারনেস কনক্লেভে, দেশের অন্যতম এক সবুজের অভিযানের সাফল্যের সাক্ষী থাকলো সকলে। যা একসময় যা কেবল অবিশ্বাস্য সাহসী ভাবনা বলে মনে হয়েছিল, আজ তা পরিণত হয়েছে এক জনআন্দোলনে। কৃষক, ছাত্র-ছাত্রী, নারী উদ্যোক্তা এবং সারা দেশের অসংখ্য স্বেচ্ছাসেবকের একত্র…