
Tripura Cricket: শ্রীকৃষ্ণ মিশনকে হারিয়ে ফাইনালে হলিক্রস, শিরোপা দখলের লড়াইয়ে প্রতিপক্ষ হেনরি ডিরেজিও।
টিএসএন ডেস্ক, ১৪ জুন।। ফাইনালে হেনরি ডিরোজিও একাডেমির বিরুদ্ধে খেলবে হোলিক্রস স্কুল। ১৫ জুন হবে আসরের ফাইনাল ম্যাচ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত স্কুল ক্রিকেটে। এ নিয়ে দ্বিতীয় বার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করলো হোলিক্রস স্কুল। গেলোবছর ফাইনালে প্রগতি বিদ্যাভবনের কাছে পরাজিত হয়েছিল হোলিক্রস স্কুল। এবছর খেতাব জয় করতে মরিয়া দলীয় ক্রিকেটাররা। শুক্রবার উত্তেজনা…