
Tripura Cricket: স্কুল ক্রিকেটের ফাইনালে হেনরি ডিরোজিও একাডেমি।
টিএসএন ডেস্ক,১৪ জুন।। এ নিয়ে দ্বিতীয়বার। ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করলো হেনরি ডিরোজিও একাডেমী। সদর আন্ত:স্কুল ক্রিকেটে। ২০১৯ সালে শেষবার ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করেছিলো। ওই বছর খেতাব নির্ণায়ক ম্যাচে পরাজিত হয়েছিল কেন্দ্রীয় বিদ্যালয়ের কাছে। গেলো বছর কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল। এবছর আসরে শুরু থেকেই দাপটে সঙ্গে খেলে আসছিল ওই স্কুলের ক্রিকেটাররা। শুক্রবার…