Tripura Cricket: রঞ্জি ট্রফি: সার্ভিসেস ম্যাচকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু রাজ্য দলের।
টিএসএন ডেস্ক,১৩ অক্টোবর। সার্ভিসেস ম্যাচের প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা। সোমবার বিকেলে এয়ার ফোর্স কমপ্লেক্স মাঠে প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন মণিশঙ্কর মুড়া সিং-রা। মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরে নেবেন রজত দে – রা। রবিবার সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেন তিন পেশাদার ক্রিকেটার বিজয় শংকর, হানুমা বিহারী এবং স্বপ্নীল সিং। তিন পেশাদার ক্রিকেটার এদিন যোগ দেন…

