Tripura Cricket: রঞ্জি ট্রফিতে ইনিংস পরাজয় দিয়ে মরশুম শুরু ত্রিপুরার।
টিএসএন ডেস্ক,১৮ অক্টোবর।। ইনিংস পরাজয় এড়ানো সম্ভব হলো না ত্রিপুরার। প্রথম ম্যাচেই সার্ভিসেসের কাছে ইনিংস সহ কুড়ি রানে হেরে রঞ্জি ট্রফিতে খারাপ সূচনা হলো ত্রিপুরার। ম্যাচের দ্বিতীয় দিন থেকেই ত্রিপুরা দলের হাল হকিকত অনেকটা ব্যাকফুটে ছিল। সার্ভিসেসের গড়া ৩৫৯ রানের প্রথম ইনিংস ত্রিপুরা দল পালা করে দুইবারে ২ ইনিংস খেলেও তা অতিক্রম করতে পারিনি।…

