
Tripura Power Lifting:অমল কুমার ঘোষের দুর্দান্ত পারফরম্যান্স। ঝুলিতে তিনটি পদক।
টিএসএন ডেস্ক, ৪আগস্ট।। একটি স্বর্ণ সহ তিনটি পদক পেলেন ত্রিপুরার অমল কুমার ঘোষ। কেরলে কোঝিকোডে অনুষ্ঠিত জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায়। শনিবার থেকে শুরু হয়েছে আসর। তাতে ৬৬ কেজি বিভাগে দুরন্ত সাফল্য পেয়েছেন ত্রিপুরার অমল। আসরের একটি স্বর্ণ এবং দুটি রৌপ্য পদক জয় করেছেন তিনি। ৭ আগস্ট পর্যন্ত চলবে আসর। ত্রিপুরার অপর খেলোয়ার প্রিয়তোষ দাস লড়াই…