Tripura Sports: খোয়াইয়ে খো খো আসর। ঘোষণা পশ্চিম জেলার দল ।
টিএসএন ডেস্ক, ১লা জুলাই।। খোয়াই জেলায় অনুষ্ঠিত হবে রাজ্য স্কুল খো খো প্রতিযোগিতা। আসর সুষ্ঠ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় উদ্যোগ নিয়েছে উদ্যোক্তা জেলার স্কুল স্পোর্টস বোর্ড। মঙ্গলবার বিকেলে হবে আসরের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তোলার আপ্রাণ চেষ্টা করে চলছেন উদ্যোক্তারা। আসরে অংশগ্রহণের জন্য পশ্চিম জেলার দল ঘোষণা করা হয়েছে। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস…

