Tripura Judo:অল্পের জন্য পদক হাত ছাড়া তানিয়ার। লড়াই করেছে জম্পেশ।
টিএসএন ডেস্ক, আগরতলা।। এবারও পদক হাতছাড়া হলো জুডোকার তানিয়া দাসের। বুধবার বেহেরানে অনুষ্ঠিত ইয়ুথ এশিয়ান গেমসের ক্যাডেট বিভাগে সেমিফাইনালে উঠে পদক জয়ের প্রত্যাশা জাগিয়েছিল উদয়পুরের বিবেকানন্দ জুডো সেন্টারের ঐ প্রতিভাবান জুডোকারটি। সেমিফাইনালে উজবেকিস্তানের জুডোকারের সঙ্গে তীব্র লড়াই করলেও জয় পেতে পারেনি শুধুমাত্র অভিজ্ঞতার অভাবে। শেষে রেফার চার্জেও পিছিয়ে পড়ে পদক হাতছাড়া হয় তানিয়ার। পদক না…

