Tripura judo: স্কুল জুডোতে উদয়পুরের আধিপত্য।
টিএসএন ডেস্ক,১২ অক্টোবর।। আবারও দাপট। বিবেকানন্দ জুডো সেন্টারের জুডোকারদের। সদ্য শেষ হওয়া রাজ্য স্কুল জুডো প্রতিযোগিতায়। তিন দিনব্যাপী আসর শনিবার শেষ হয়েছে ঋষ্যমুখের ইন্ডোর হলে। আসরে গোমতী জেলার ওই সেন্টার থেকে পাঁচ জন জুডোকার অংশ নিয়েছিল। এর মধ্যে চারজন স্বর্ণ পদক জয় করে সকলের নজর কেড়ে নেয়। ওই চারজন হলেন সদ্য দেশের হয়ে এশিয়ান জুডো…

