Tripura Hockey: জাতীয় জুনিয়র হকিতে বড় হার ত্রিপুরার।
টিএসএন ডেস্ক,১৩ আগস্ট।। ছিটকে গেলো ত্রিপুরা। পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত জাতীয় জুনিয়র হকি প্রতিযোগিতা থেকে। বুধবার পুদুচেরির বিরুদ্ধে দুরন্ত লড়াই করলেও সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে রাজ্য দলকে। ওই রাজ্যের সুরজিৎ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন পুদুচেরীর বিরুদ্ধে ৪-০ গোলে পরাজিত হয় ত্রিপুরা। প্রসঙ্গত প্রথম ম্যাচে কেরলের বিরুদ্ধে ১৪-১ গোলে পরাজিত হয়েছিল রাজ্য দল। এ দিন…

