
Tripura Hockey: অলিম্পিক দিবসে প্রীতি হকি ম্যাচে জয়ী পুলিশ ।
টিএসএন ডেস্ক,২৩ জুন।। প্রীতি হকিতে জয়লাভ করলো ত্রিপুরা পুলিশ। পরাজিত করলো এডি নগর পুলিশ গ্রাউন্ড কোচিং সেন্টারকে। অলিম্পিক দিবস উপলক্ষে পুলিশ মাঠে হয় ওই ম্যাচটি। রাজ্য হকির সংস্থার উদ্যোগে। তাতে উপস্থিত ছিলেন রাজ্য সংস্থার কর্তাদের পাশাপাশি ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা। ম্যাচে ৩-১ গোলে জয়লাভ করে ত্রিপুরা পুলিশ দল। ত্রিপুরা পুলিশ দলের পক্ষে গোবিন্দ…