
Tripura Cricket: লিটল মাস্টার ক্রিকেটে রাজ্যের নেতৃত্বে প্রতিভাবান শ্রীমন।
টিএসএন ডেস্ক,১৪ এপ্রিল।। গুয়াহাটিতে প্রথম বর্ষ লিটল মাস্টার ক্রিকেট প্রতিযোগিতা শুরু ১৯ এপ্রিল। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। তাতে অংশ নেবে ত্রিপুরা। আসরে ত্রিপুরাকে নেতৃত্ব দেবে উদয়পুর মহকুমার সবথেকে প্রতিভাবান অলরাউন্ডার শ্রীমন দেবনাথ। ডেপুটি হিসাবে থাকবে খোয়াই মহকুমার শুভজিৎ কুরি। আসরে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করেছেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুবরত দে। নিরবাচিত…