
Tripura Cricket: বালিকাদের লিটল মাস্টার ক্রিকেট: সোমবার ফাইলালে আসামের সামনে ত্রিপুরা।
টিএসএন ডেস্ক,১৯ মে।। ফাইনালে স্বাগতিক অসমের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। মঙ্গলবার হবে ফাইনাল ম্যাচ। প্রথমবর্ষ পূর্বোত্তর লিটল মাস্টার অনূর্ধ্ব ১৫ বালিকাদের ক্রিকেটে। সোমবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে ত্রিপুরা ৭৬ রানে পরাজিত করে মনিপুরকে। গুয়াহাটির এনেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচ ত্রিপুরার গড়া ১২৫ রানের জবাবে মনিপুর মাত্র ৪৯ রান করতে সক্ষম হয়। বৃষ্টির জন্য আউটফিল্ড ভিজে থাকায় এ দিন…