Tripura Football: রাজমাতা জিজাবাই আসর থেকে শূন্য হাতে ফিরলো ত্রিপুরা।
টিএসএন ডেস্ক,৮ সেপ্টেম্বর।। খালি হাতে ফিরছে ত্রিপুরা। অসমের ডিপো থেকে। ওই রাজ্যে অনুষ্ঠিত হয়েছিলো রাজমাতা জিজাবাই সিনিয়র মহিলাদের ফুটবল প্রতিযোগিতা। প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়ার পর সোমবার শক্তিশালী মিজোরামের মুখোমুখি হয়েছিলো ত্রিপুরা। তাতে গোলরক্ষক মলিনা রিয়াং এর ভুলে হারতে হয়েছে ত্রিপুরাকে। ওই রাজ্যের কাছা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী মিজোরামকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ত্রিপুরার মেয়েরা।…

