Tripura Football: সাব জুনিয়র ফুটবলে সেমিতে ত্রিপুরা। সামনে তামিলনাড়ু।
টিএসএন ডেস্ক,৭ নভেম্বর।। প্রত্যাশিতভাবেই সেমিফাইনালে উঠলো ত্রিপুরা।। ফাইনালে যাওয়ার লড়াই য়ে ত্রিপুরা খেলবে শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে। রবিবার হবে ম্যাচটি। অনূর্ধ্ব ১৪ বালকদের সাব জুনিয়র ফুটবলে। শুক্রবার ছত্তিশগড়ের নারায়ণপুরে ত্রিপুরা গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় অপেক্ষাকৃত দুর্বল আন্দামান-নিকোবর এর বিরুদ্ধে। ওই রাজ্যের রামকৃষ্ণ মিশন স্কুল মাঠে ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে ত্রিপুরার ফুটবলাররা।…

