Screenshot 2025 06 29 22 18 16 24 680d03679600f7af0b4c700c6b270fe7

Tripura Football: রাখাল শিল্ড পরিচালনায়  ২ জন ভিন রাজ্যের রেফারি।বহিস্কৃত ফুটবলার পারভেজ সুলতান।

টিএসএন ডেস্ক, ২৯ জুন।। আগামী এক বছরের জন্য বহিষ্কার করা হলো ফুটবলার পারভেজ সুলতান কে। রবিবার রাজ্য ফুটবল সংস্থার গভর্নিং বডির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এবছর এগিয়ে চলো সংঘের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ওই ফুটবলারটি। কিন্তু ক্লাবের নকল সই জাল করে দিল্লিতে গিয়ে খেলেছিলেন পারভেজ। এর প্রতিবাদ এগিয়ে চলো সংঘ থেকে দেওয়া হয়েছিল।…

আরো পড়ুন