
Tripura Football: দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল সমাপ্ত চ্যাম্পিয়ন ঐকতান, রানার্স বীরেন্দ্র।
টিএসএন ডেস্ক, ৮ জুলাই।। গোল পার্থক্যে দ্বিতীয় স্থান দখল করলো বীরেন্দ্র ক্লাব। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। আসরে ৮ ম্যাচ খেলে ৫ টি করে ম্যাচে জয়লাভ করে বীরেন্দ্র ক্লাব এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের পয়েন্ট ১৬। কিন্তু গোল পার্থক্যে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করে নেয় ময়দানের ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাব।…