
Tripura Cricket: শ্রীমনের চোখ জুড়ানো শতরানে ফাইনালে কেবিআই ।
টিএসএন ডেস্ক, ৬মে।। আবারও ব্যাট হাতে বিধ্বংসী শ্রীমন দেবনাথ। শ্রীমনের শতরানে ফাইনালে উঠলো উদয়পুরের কে বি আই কোচিং সেন্টার। ২৮ রানে পরাজিত করলো লস্কর ক্রিকেট ভ্লগসকে। লিটিল মাস্টার চ্যালেঞ্জার ট্রফি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট প্রতিযোগিতায়। সিপাহীজলা স্কুল মাঠে সোমবার অনুষ্ঠিত হয় ম্যাচটি। সকালে টসে জয়লাভ করে উদয়পুরে কে বি আই ২৫৪ রান করে নির্ধারিত ৩৪ ওভারে…