Tripura Cricket: মনি শঙ্করের নেতৃত্বে মুস্তাক আলি ক্রিকেটে খেলবে ত্রিপুরা।
টিএসএন ডেস্ক,২০ নভেম্বর।। ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন মনি শংকর মুড়া সিং। ডেপুটি হিসেবে থাকবেন শ্রীদাম পাল। সৈয়দ মোস্তাক আলী টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায়। ২৬ নভেম্বর থেকে আমেদাবাদে শুরু হবে আসর। এই আসরের জন্য ২০ সদস্যের ত্রিপুরা দল ঘোষণা করেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব সুব্রত দে। দলে নতুন করে জায়গা পেয়েছেন চিরঞ্জিত পাল, তেজস্বী জাসওয়াল, শারুখ হোসেন এবং…

