
Tripura Cricket: সুপার ফোর : শতদলকে হারিয়ে মধুর বদলা নিলো ওপিসি ।
টিএসএন ডেস্ক, ১মে।। প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের ফাইনালে পরাজয়ের সুমধুর বদলা নিলো ও পি সি। সুপার ফোরের প্রথম ম্যাচে প্রত্যাশিতভাবে অমীমাংসিত ভাবে শেষ হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে মোক্ষম ৩ পয়েন্ট পেলো ও পি সি। শতদল সংঘের গড়া ২০৭ রানের জবাবে একসময় খাদের কিনারে ছিল ও পি সি। ওই সময় ‘বুধীর দুর্গে কুম্ভ হয়ে’ লড়াই…