
Tripura Cricket: সিনিয়র ক্রিকেট:শেষ ২ বলে ১ রান করতে ব্যর্থ শান্তিরবাজার। সেমিতে বিশালগড়।
টিএসএন ডেস্ক, ৩জুলাই।। বিশালগড় মহকুমাকে বাগে পেয়েও জয় পেতে পারলো না শান্তিরবাজার মহকুমা। এক সময় জয়ের জন্য দুই বলে দরকার ছিল মাত্র ১ রান। এই একটি রান করতে না পারায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে পরাজিত হয়ে আসর থেকে ছিটকে গেল দেবব্রত চৌধুরী-র শান্তিরবাজার মহকুমা। রান রেটে উদয়পুর মহকুমাকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন…