
Tripura Cricket: বিক্রমের হাত ধরে ফাইনালে বিশালগড়।
টিএসএন ডেস্ক, ৮ জুলাই।। মোক্ষম সময়ে জ্বলে উঠলো বিক্রম কুমার দাসের ব্যাট। বিক্রমের চোখ ঝলসানো শতরানে রাজ্য ক্রিকেটের ফাইনালে উঠলো বিশালগড় মহকুমা। ৯ উইকেটে পরাজিত করলো তেলিয়ামুড়া মহকুমাকে। রাজ্য সিনিয়র ক্রিকেটের এলিট গ্রুপে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে সোমবার কার্যত দাপট দেখান বিশালগড় মহকুমার ক্রিকেটার-রা। ব্যাট এবং বলে। তেলিয়ামুড়া মহকুমার গড়া ১৪৩ রানের জবাবে বিশালগড় মহকুমা…