
Tripura Cricket: গণ্ডাছড়া – আমবাসার ম্যাচে ভিলেন বৃষ্টি।
টিএসএন ডেস্ক,৩ জুলাই।। আবারও বৃষ্টির থাবা। বৃষ্টির থাবায় মাঝপথে পরিত্যক্ত হলো ম্যাচ। শুক্রবার রিজার্ভ ডে তে পুনরায় হবে ম্যাচটি। এদিন গন্ডছড়া মহকুমার মুখোমুখি হয়েছিল আমবাসা মহকুমা। রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছিল ম্যাচটি। দুদলের কাছে ম্যাচটি নিয়ম রক্ষার। আমবাসার চার ম্যাচ খেলে পয়েন্ট ছয় এবং গন্ডা ছড়ার ৪ ম্যাচ খেলে পয়েন্ট…