Ranji Trophy: জীবনের সেরা ইনিংস খেলে রাজ্যকে তিন পয়েন্ট এনে দিলো মনি শঙ্কর।
টিএসএন ডেস্ক, ৪ নভেম্বর ।। জীবনের অন্যতম সেরা ইনিংস। অধিনায়কোচিত ইনিংস খেলে ত্রিপুরাকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দিলেন মনি শংকর মুড়া সিং। রাজ্যের অন্যতম সেরা অলরাউন্ডার মনি শংকর জীবনের পঞ্চম শতরান করার পাশাপাশি আসরের বাকি ম্যাচগুলিতে ভালো খেলার জন্য ত্রিপুরা দলকে কার্যত অক্সিজেন দিয়েছেন। মনিশংকরের অধিনায়কোচিত ইনিংসে বাংলার বিরুদ্ধে লিড নিলো ত্রিপুরা। রঞ্জি ট্রফি ক্রিকেটে।…

